ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

 রমজানে চট্টগ্রামে নগরীকে যানজটমুক্ত রাখার লক্ষ্য ট্রাফিক সপ্তাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ২৪ মে ২০১৭ | আপডেট: ১৯:২৮, ২৪ মে ২০১৭

Ekushey Television Ltd.

আসন্ন রমজানে নগরীকে যানজটমুক্ত রাখার লক্ষ্য নিয়ে চট্টগ্রামে চলছে ট্রাফিক সপ্তাহ। এ উপলক্ষে সকালে নগরীতে অনুষ্টিত হয় বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা। এর মাধ্যমে নগরবাসীসহ পরিবহন মালিক ও চালকদের মাঝে ট্রাফিক আইন মেনে চলার সচেতনতা তৈরি হবে আশা ট্রাফিক কর্মকর্তাদের। 


বন্দর নগরী চট্টগ্রামে ফ্লাইওভার নির্মানসহ নানা উন্নয়ন কর্মযজ্ঞ, বিভিন্ন সংস্থার রাস্তা খোঁড়াখুড়ির পাশাপাশি দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কারণে যানজট এখন নগরবাসীর নিত্যসঙ্গী।
এ অবস্থায় পরিবহন ব্যবস্থায় শ্ঙৃখলা ফেরাতে ও নগরবাসীকে ট্রাফিক আইনের ব্যাপারে সচেতন করতে সোমবার থেকে নানান আয়োজনে চলছে ট্রাফিক সপ্তাহ। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে সাইকেল শোভাযাযাত্রায় অংশ নেয় বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রায় দুইশত সাক্লিস্ট।

এ ধরণের আয়োজনে অংশ নিতে পেরে খুশি তরুণ সাক্লিস্টরা। এ ধরণের শোভাযাত্রার মাধ্যমে নিজেরা ট্রাফিক আইন মানার পাশাপাশি অন্যদেরও আইন মানতে উদ্বুদ্ধ করতে চান অংশগ্রহণকারীরা।
ট্রাফিক কর্মকর্তারা বলছেন, নগরবাসীর মধ্যে আইন মেনে চলার প্রবণতা তৈরি করা গেলে নগরীর যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর লক্ষ্য নিয়ে ট্রাফিক বিভাগ কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।
অন্যদিকে ট্রাফিক সপ্তাহ পালনের মধ্য দিয়ে রমজানে নগরীকে যানজটমুক্ত ও সচল রেখে জনদুর্ভোগ কমানোর ব্যাপারেও আশাবাদী এই কর্মকর্তা।
বৃহস্পতিবার শেষ হবে বন্দরনগরীতে ট্রাফিক পুলিশের প্রথমবারের মতো আয়োজিত এই ট্রাফিক সপ্তাহ।#


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি